Monday 25 December 2023

সুরের সন্ধানে

সুরের সন্ধানে

বাবার মুখে শোনা,  খুব সম্ভবত পণ্ডিত বুদ্ধদেব দাসগুপ্ত হবেন (প্রায় তিন দশক আগের স্মৃতি, তাই ভুল হলে মার্জনা ভিক্ষা করছি), একবার কোন এক ঘরোয়া অনুষ্ঠানে মাজপথে বাজনা থামিয়ে এদিক ওদিক চাইছেন। সবাই জানতে চাইলেন কী হয়েছে। পণ্ডিতজী জবাব দিয়েছিলেন, সুর খুঁজছি। এভাবেই হারিয়ে যাওয়া সুরের খোঁজে আমার নিরন্তর পথ চলা। YouTube খুঁজছি, Google খুঁজছি, কিন্তু তাকে পাচ্ছি কোথায়! 

হারমোনিয়াম
পুরোপুরি গান-বাজনার আবহাওয়ায় বড় হলেও সে ভাবে গান শিখিনি। 

তবু মাঝে মাঝেই কানে ভেসে আসে বাবার গলায় গাওয়া গজল বা ভজন বা কোন classical গানের বন্দিশ। সুর-ছন্দের মাদকতায় আর প্রাণময় প্রকাশ ভঙ্গীতে সেই সঙ্গীত ঠিক কোন পর্যায়ে পৌঁছত তা নিরীক্ষণ করার মত বিদ্বজন আমি হতে পারিনি।

তবে মনে আছে, রানাঘাট বাড়িতে বাবার গান - ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে ... এবং তারপর অসাধারণ কিছু ভক্তিগীতি। গান যখন চলছে, সবার চোখে জল। নিজের চোখে দেখা। তবে সেই বয়সে আমার অনুভূতি ততটা সংবেদনশীল ছিল না। 

এখনো বাবার বেশ কিছু গানের সুর, আর মুখরা, কানে বাজে । YouTUBE - এ দেখেছি। কথার মিল থাকলেও বাবার মত সুরের মাদকতায় ভরা নয় সেই সব পরিবেশনা। 

যেমন - কদিন ধরেই এই প্রসিদ্ধ ভজনের সুরটা ঘুরছে মাথার মধ্যে-

ঊধো কারমান কী গতি ন্যাড়ি. . .

Udhoo karmana ke gati nayari

YouTube - এ আছে, বন্দিশ মিলেছে, কিন্তু সুর ? বাবা যেভাবে পরিবেশন করতেন সেই সুর কোথায়? যে ভারত বিখ্যাত গায়ক- গায়িকারা এই সঙ্গীত পরিবেশন করেছেন, প্রতিটি - ই অসাধারণ। কিন্ত বাবা যে সুরে এই গান পরিবেশন করতেন তার সঙ্গে খুব একটা মিল নেই। 

তাই আমিও এখন সেই হারান সুর খুঁজছি।

খুব নিবিড় ভাবে। 

তখন তো এত রেকর্ডিং - এর ক
থা ভাবা হত না, তাই হয়ত রেকর্ড করা হয় নি। বা হলেও হয়ত সংরক্ষণ করা হত না।

তখন বুঝিনি একগুলিই আসল হীরে - জহরত। 

আমাদের থেকে লক্ষ্য-যোজন দূরের কোন সুরালোকে বাবা হয়তো এখন এই গানটি - ই পরিবেশন করছেন।


শুভ বড়দিন। 

২৫ ডিসেম্বর, ২০২৩  


ছবিটি গুগুল থেকে নেওয়া। যদি ছবিটির ব্যবহারের জন্য কার কোন আপত্তি থাকে অনুগ্রহ করে জানাবেন, বিনা বাক্যব্যয়ে ছবিটি ডিলিট করা হবে। 


Friday 6 May 2022

Puri in May 2022 || Puri Sea Beach || Golden Beach || Day 1

প্রিয় বন্ধুরা. এই প্রাণঘাতী দাবদাহের মধ্যে আমাদের চারদিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বেশ কয়েকটা পর্বে বেড়ানোর গল্প বলব। আজ প্রথম পর্ব। দেখতে থাকুন। আশাকরি ভাল লাগবে।

Saturday 6 November 2021

Birthday Vlog | The Big Day of Khusi's Life | Fun with Friends and Famil...

আর বিলম্ব নয়। এটা আজ 6:30 pm এ YouTube এ আসছে... Watch our Happy Birthday Vlog #HappyBirthdayKhusi #BirthdayGirl

Thursday 27 August 2020

আপনার রঙ্গীন মাছের অ্যাকোয়ারিয়ামে কী ধরনের মাছ রাখবে পারবেন | Fishes You Can Keep in Your Community Tank

Keeping fishes is our obsession. We love them. Pamper them.

Take care of those tiny creatures daily. Watching new fishes at local fish stores inspire us to get one at home. But things we must consider before introducing any new fish to your community tank. Please do watch, like, share and subscribe.

This rule is pretty simple but very effective to keep your fishes live happily forever!

Let's watch the video!!!


Saturday 1 February 2020

Ranchi to Ramgarh to Saraswati Puja, January 2020 Concluded in Great Meriment

With my friend, philosopher & guide, Prasenjit - we moved together after a long gap of more than two months!!!

Well, as obvious in my life, travel is always on the card - traveling to unique places is something I like and get the opportunity to visit rather 'not-so-tourist' friendly places. But love to visit those places as this gives me the best interaction with Common Indians, the most lovable people in this globe!

First of all, I will share few random photos! Here is the picture of a fabulous aquascape crafted by Vikramjit of Aquatic Pet Store, I could have easily stylized it more, but the raw picture captured via mobile will keep authenticity. This guy, a local fish buddy, is a master-mind in crafting aquascape.

All Natural High Tech Planted Tank at Aquatic Pet Store
This fall here goes a glimpse of pictures I captured on Ranchi Tour! It was amazing the way plants with fresh flowers were placed everywhere!

Some beautiful flowers at Ranchi

This fabulous flowers will definitely deserve your appreciation

Behold the Contrast of Color

And here goes the vibrance

All Natural White Flower
Meanwhile, India witnessed a bandh, and after many years, the life came to almost a standstill at Salt Lake. Barely any trace of IT guys were visible here! As you can see, the cycles are all in the stand.

This is a snapshot I captured on Bandh Day at Sector -V, Salt Lake City! It was totally like a rest day!
This was a picture of my visit at BNR, Garden Reach Campus. The place takes a flying look during winter as the gardeners leave no stone unturned to create a festive makeover.


Beautiful Garden maintained at Garden Reach
Beautiful floral decor at BNR

AT SER, Office Complex, Garden Reach
A morning can't start in a better way that to have famous mountaineer Sri Subinoy Das with me! He shares lots and lots of titbits of mountaineering while we walk together. 

Morning delight - with famous mountaineer, Sri Subinoy Das
 This is a selfie, I get to take with my long time friend-cum-philosopher-cum-guide Prasenjit, oflate awkwardly busy in myriads of activities of his own, I was fortunate to get him to stay with me during my Ramgarh tour! Ramgarh is a beautiful place to hang out just 47 km away from State Capital, Ranchi. The place is surrounded by beautiful hillocks. A part of Chhotonagpur Plateau, I love to meet the local tribal people, who are really hard working, honest and very caring! It has always been my pleasure to be here!

With my friend, philosopher & guide, Prasenjit - we moved together after a long gap of more than two months!!!

Beautiful Compound at Ramgarh, Jharkhand

Landscape at Ramgarh, Jharkhan
Beautiful garden at Ramgarh
  A glimpse of early sunrise! This is a place near Bengal as we drove in towards the City of Joy
The Sun peeped through as we moved along the Highway
 And finally, we observed Saraswati puja with great enthusiasm this year! I was at home to witness the holy rituals this year. The priest, happen to be our Bengali Sir, arrived at around 7:30 am in the morning and completed the puja rituals at around 8:00 am. We offered holy prayer to the Goddess of Learning! And this is a picture of my beloved nieces, dressed in traditional yellow clothing, for that special day!

I wish them all the GOOD WISHES i could have for this special day and for many more bright days ahead in their life. So that was really one of the most happening January month ever! Hope to get things going in the coming months as well!

Good night!

Saturday 18 January 2020

বিজ্ঞান অন্বেষা - বিজ্ঞান মেলা ২০১৯ - ২০২০ - এমন আজব মেলা যা দেখলে চমকে যেতে হয় - [Sciece Fair 2019 - 2020 - A fair - Bound to Compel Your Wonder]

সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিজ্ঞান অন্বেষা - বিজ্ঞান মেলা ২০১৯ - ২০২০! বিগত ২০১৯-এর শেষদিন ও ইংরাজী নববর্ষের প্রথম দিন, অর্থাৎ ৩১/১২/২০১৯ ও ১/১/২০২০ - এই দুই দিন সন্তোষপুরে আয়োজিত হল বিজ্ঞান মেলা। আয়োজক - সন্তোষপুর প্রফেসার সত্যেন্দ্রনাথ বসু সাইন্স সার্কেল। মেলার কর্মসুচি তাক লাগিয়ে দেবার মত। এই মেলায় ছিল বিজ্ঞান মডেল প্রদর্শনী, ভেষজ গাছপালা, তারামণ্ডলের ও সম্পুর্ন বিনামূল্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। এছাড়াও চমকে দেবার মতো অনুষ্ঠান - ভুতেদের আজব কাণ্ডকারখানা ও প্লানচেট। 

মেলার একটি ভিডিও করেছিলুম, আশাকরি ভাল লাগবে।





ভিডিও টি কেমন লাগল জানাবেন। আর YOUTUBE - এ লাল SUBSCRIBE বোতামটি TAB করে আমার চ্যানেলে SUBSCRIBE করতে আর BELL ICON PRESS করতে ভুলবেন না!

ভাল থাকবেন, নতুন বছর শুভ হোক! 

[ Happy new year! Wish you all a belated Happy New Year! Like previous years, we, the members of Santoshpur Prof. Satyendranath Bose Science Circle welcomes the New Year in our unique style. We organised Science Fair 2019 - 2020. A fair that is totally different from any traditional fair. In this fair, science models and exhibits are demonstrated. There is the prestigious Winner Award for Science Model which includes Cash Reward of Rs. 6000/-. There were contests on Quiz, Drawings, Cooking - for Women Engagement & Women Empowerment, and Dance. Plus, there were Science Shows, and anti-superstition programs like Ghosts and Planchets. Overall, kudos to the organisers for innovative concept and ensuring massive involvement of local people mostly lacking formal education and belonging to under privileged class. 

A total of 300+ competitors were awarded on stage to keep them motivating for good works. Please watch my YouTube Video and SUBSCRIBE to my YOUTUBE Channel and SHARE this story to help us work together for a better tomorrow.]

Tuesday 24 December 2019

নতুন কিছু - A pictorial Review of Sector - V, Salt Lake City


লবণ হ্রদের পথে

লবণ হ্রদ জায়গাটা বেশ ভাল। কেমন যেন অন্য কলকাতা। কেমন বিশাল বিশাল ইমারত, ঝাঁ - চকচকে রাস্তা, বিশেষ এই সেক্টর - ফাইভ তো তাক লাগিয়ে দেবার মত। সবথেকে ভাল এখানকার একাধিক ঝিল। কেমন টলটলে জল, পাশে পরিচ্ছন্ন পায়ে হাটা পথ। সকালের দিকে বিশেষ লোকজন দেখবে না। তবে একটু বেলা বাড়লেই অফিস-কর্মীর ভিড়।
সুবিশাল ইমারত
না, সাবেক আমলের অফিস পাড়ার হাফাতে-হাফাতে পেটমোটা বড়বাবু এখানে বড় একটা দেখবে না। বরং এখানে দেখা যায় তারুণ্যে উজ্জ্বল সতেজ কর্মী গোষ্ঠী। এনারা দেশ-বিদেশের নানাবিধ গুরুত্বপূর্ণ সফটওয়ার প্রোজেক্টে যুক্ত। 
সুসজ্জিত বাগান


সকালে এনাদের আড্ডায় শুনেছি হাই-এন্ড প্রযুক্তি নিয়ে চর্চা চলছে। সিনিয়ররা জুনিয়রদের বিভিন্ন কাজ বোঝাচ্ছেন। বারবার থ্রি-এডিট ছবির সেই দৃশ্য-টা মনে পড়ে। জগতের সর্বত্র জ্ঞানের বণ্টন হচ্ছে, কেন নিজেদের আবদ্ধ রাখব ছোট একটা গণ্ডির মধ্যে!!! 

সন্ধ্যার লবণ হ্রদের অন্য রূপ! সন্ধ্যার দিকে শিফট পরিবর্তনের সময়। যখন একদল ফিরছে বাড়ির দিকে, আরেকদল এখন লবণ হ্রদ মুখি। নাইট শিফট-এ কাজের জন্য। মনে হবে চব্বিশ ঘণ্টাই এখানে কর্ম-প্রবাহ চলছে।
সুবিশাল ঝিল
এটাই হয়ত পরিবর্তিত কলকাতা তথা ভারতবর্ষের নবতম প্রতিচ্ছবি। 

কিছু ছবি তুলেছিলাম, শেয়ার করলাম।