হাজারো যন্ত্রণা
- সিদ্ধার্থ ভট্টাচার্য
রাতবিরেতে ফোন আসতে পারে
হ্যালো, মিস্টার ভটচাজ
শালা, বারোটা বাজাবো আজ
বাইরে আয়।
হ্যালো, মিস্টার ভটচাজ
শালা, বারোটা বাজাবো আজ
বাইরে আয়।
তার চেয়ে সত্যি থাক সিন্দুকে
যা খুশি বলতে থাক নিন্দুকে
কী বা এসে যায়।
যা খুশি বলতে থাক নিন্দুকে
কী বা এসে যায়।
শুধু বুকের মধ্যে বেদম জট
চোখের কোণে অনুসন্ধান
হয়ত কোনো বেহিসাবী চোখ
নিভৃতে করবে জীবনদান।
চোখের কোণে অনুসন্ধান
হয়ত কোনো বেহিসাবী চোখ
নিভৃতে করবে জীবনদান।
ততদিন ছুটবো আমি
একদমে, এতটুকু না থামি
নিজের থেকেও থাকব যোজন দূরে
কেউ দেখবে না, কেউ শুনবে না
কেউ জানবে না, গোপন বেদনা।
একদমে, এতটুকু না থামি
নিজের থেকেও থাকব যোজন দূরে
কেউ দেখবে না, কেউ শুনবে না
কেউ জানবে না, গোপন বেদনা।
আবারো কোন দীপাবলির আলোয়,
হয়ত হারিয়ে যাবে হাজারো যন্ত্রণা।