নূতন ছদ্মবেশে
বুকের ওদিক শূন্য থেকে যায়
স্তব্ধ আজ শব্দভেদী বান
জোছনা রাতের নীল আলোতে
কোন দুঃখেতে সুখের আলোয়ান।
তুমি বরং জোছনা নিয়ে খেলো
আমি চলি দিঘীর কিনারায়
গফুর মিঞার ছিপ নৌকা খানি
মাঝদরিয়ায় ঐযে দেখা যায় ।
দিঘীর 'পারে সুখের হাতছানি
এপারেতো শুধু শরীরখেলা
চাঁদমাখানি রাত সোহাগী বেলায়
আমরা কেউ নই যে একেলা।
বুকের এদিক শূন্য থেকে যায়
নতুনের নীল ঘ্রাণের রেশে
শব্দ সব শব হয়ে রবে
আমি চলবো নূতন ছদ্মবেশে।
...
সিদ্ধার্থ , বেহালা, ৩ সেপ্টেম্বর, ২০১৮
অসাধারণ! "এপারে তো শুধু শরীর খেলা" মানুষ মানুষীর সম্পর্কের এক গভীর আত্মবোধ !
ReplyDeleteExcellent poetry. Deep feeling that moves the heart.
ReplyDelete