পূরীতে
হটাৎ মনটা ছটফট করল। রাত তখন প্রায় আটটা। বাবুঘাটে বসে আছি। কদিন আগেই উল্টোরথ গেছে। এবার যেতে পারলাম না। বাড়ি ফিরেই টিকিট করলাম। সকালের ট্রেন। বিকেল নাগাদ পুরী। আমার পূর্ব পরিচিত কালু পাণ্ডা কে ডাকলাম। সে এলো। মন্দিরে প্রবেশ করলুম। পূজা হল। মন্দিরে মহাপ্রসাদ পেলাম। সমুদ্র দেবতার দর্শন হল। তবে স্নানের সুযোগ হল না কারণ তখন সন্ধ্যা হয়ে গেছে। ইতিমধ্যে ডাক এসেছে কাজের। রাতেই ঘরে ফেরার কথা ছিল। কিন্তু টিকিট রইল অব্যবহৃত। ছুটে চললাম নতুনের খোঁজে। জয় জগন্নাথ।
রথ |
পুরী মন্দির |
কালু পাণ্ডা |
সমুদ্র - বঙ্গোপসাগর |
সিদ্ধার্থ |
সন্ধ্যায় সমুদ্র দর্শন |
No comments:
Post a Comment
Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!