পরিচয় পত্র
তোমার কি নাম? কী পরিচয়?
তোমার উৎস নিয়ে যত সংশয়।
দেখেছ কী ডট কমে আছে কিনা নাম?
নয়তো জুটবে অহেতুক বদনাম।
কেযে ছিলে এদেশী, কে বা ভিনদেশী
এতকাল বেশ তো ছিলাম সহবাসী।
ঝাড়া-বাছার জাঁতাকলে, বিব্রত বিচার
মানবতার মুলসুরে পড়ছে কুঠার।
বিনিদ্র রাত যাপন, ধূসর ভাবনা
কী হবে আগামীতে? জীবিকা - পড়াশোনা।
ভাষা হক একটি, এক জাতি - প্রাণ।
মানুষের ভাষা, মানবের জয়গান।
..................
সিদ্ধার্থ - বেহালা, ১২ অগাস্ট, ২০১৮
(প্রসঙ্গ - আসাম)