Sunday, 4 March 2018

বড় আপন করে চেয়েছিলাম তোকে

বড় আপন করে চেয়েছিলাম তোকে
ঘুম চোখে ভেবেছি তোর কথা
সাতসকালেই করেছি যে ফোন
দিতে নতুন দিনের বার্তা।

সকাল সকাল খুশি খুশি রব
দেখা হবে শেষ বিকেল বেলায়
কী যে এত পড়ল এসে কাজ
বিকেল শেষে সন্ধ্যা নেমে যায়।

রাত হতেই আবার প্রহর গোনা
আবার ওঠে মনের কোণে ঝড়
বড়ই আপন ভেবেছিলাম তোকে
ভাবিনি তুই ছিলি এত পর।

বড় আপন চোখে দেখেছিলাম তোকে
বুঝিনি যে করছি মহাভূল
আজ যখন জলভাসি চোখ
বুঝেছি আমার ডুবছে দুইকূল।

বড় আপন করে চেয়েছিলাম তোকে
হতেই পারে, সবই অবান্তর
আজও তবু এই বিশ্বাস রাখি
বুঝবি যেদিন, থাকবি নাকো পর।

৪ মার্চ, 2০১৮, বেহালা

No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!