Wednesday, 7 March 2018

শেষ বার্তা - Last Message

শেষ বার্তা

ম্যাসেজগুলি ডিলিট করিস
মনে কিছু করিস না।
অনেকটা পথ চলতে হবে
বাধা শতেক, থামিস না।

দূরের মানুষ কাছে আসে
ভালবাসার আলিঙ্গনে
কাছের মানুষ পর হয়ে যায়
মুহূর্তের অসাবধানে।

থাকবে না কেউ চিরতরে
বিধির বিধান এমনি
তবু তো পথ চলতে হবে
থামতে যে শিখিনি।

ফেসবুক ট্যুইটারে
উঠুক আবার তূফান ঝড়
ম্যাসেজগুলি ডিলিট করে
নতুন করে শুরু কর।

বিকাল ৩:২২ , ক্যামাক স্ট্রীট

Sunday, 4 March 2018

বড় আপন করে চেয়েছিলাম তোকে

বড় আপন করে চেয়েছিলাম তোকে
ঘুম চোখে ভেবেছি তোর কথা
সাতসকালেই করেছি যে ফোন
দিতে নতুন দিনের বার্তা।

সকাল সকাল খুশি খুশি রব
দেখা হবে শেষ বিকেল বেলায়
কী যে এত পড়ল এসে কাজ
বিকেল শেষে সন্ধ্যা নেমে যায়।

রাত হতেই আবার প্রহর গোনা
আবার ওঠে মনের কোণে ঝড়
বড়ই আপন ভেবেছিলাম তোকে
ভাবিনি তুই ছিলি এত পর।

বড় আপন চোখে দেখেছিলাম তোকে
বুঝিনি যে করছি মহাভূল
আজ যখন জলভাসি চোখ
বুঝেছি আমার ডুবছে দুইকূল।

বড় আপন করে চেয়েছিলাম তোকে
হতেই পারে, সবই অবান্তর
আজও তবু এই বিশ্বাস রাখি
বুঝবি যেদিন, থাকবি নাকো পর।

৪ মার্চ, 2০১৮, বেহালা

Saturday, 3 March 2018

আর কিছু নেই আমার দেবার মত

আর কিছু নেই আমার দেবার মত
যা ছিল সব দিয়েছি অবিরত
গানের খাতা, ইচ্ছাগুলি, সবুজ স্মৃতি
সব দিয়েছি, না নিয়ে ক্ষণ বিরতি।

তবু যখন ছাড়িয়ে নিলে হাতদুখানি
ফুরিয়ে যে যায় এই জীবনের শেষ পারানি
মুক্তি দাও হে, এবার আমি মুক্তি চাই
নতূন কোন ক্যানভাসে রং ছড়াই।

৩ মার্চ, ২০০৮, বেহালা

Thursday, 1 March 2018

Happy Holi



The first day of March, 2018 eventually turns out to be very special for me. I played HOLI with my Santoshpur Group. The big episode started at around 11:00 am, and as we scoured down the rather unusually marooned roads, we would colorise anyone on our way - known, half known or unknown.
Some of the groups voluntarily succumbed to our Color India mission for the day, a few pretended to object against our motion for the day. But each incident of colouring and counter-colouring eventually produces magnificent memories!

Few glimpses:


Happy Holi 2018

Happy Holi 2018



And no need to mention that the master-player of this big event is Saheb! Happy Holi!