শেষ বার্তা
ম্যাসেজগুলি ডিলিট করিস
মনে কিছু করিস না।
অনেকটা পথ চলতে হবে
বাধা শতেক, থামিস না।
দূরের মানুষ কাছে আসে
ভালবাসার আলিঙ্গনে
কাছের মানুষ পর হয়ে যায়
মুহূর্তের অসাবধানে।
থাকবে না কেউ চিরতরে
বিধির বিধান এমনি
তবু তো পথ চলতে হবে
থামতে যে শিখিনি।
ফেসবুক ট্যুইটারে
উঠুক আবার তূফান ঝড়
ম্যাসেজগুলি ডিলিট করে
নতুন করে শুরু কর।
বিকাল ৩:২২ , ক্যামাক স্ট্রীট