Sunday, 4 February 2018

নক্সীকাথা


একটা নষ্ট জীবন নিয়ে
কতদূর আর চলা যায়।
এতদূরে থাকো আজকাল
বিষণ্ণতার ভীষণ দায়।

শিকড়টানে প্রাণের স্বর
অস্ফুট অগোচর
এত নিজের হয়েও কেন
চিরতরে রইলে পর।

আমি বরং বন্দী হলাম
পড়ল বেড়ী চপল পায়।
নিভৃতে নিয়েছি শপথ
তোমার দায়, সে আমারও দায়।

মধ্যরাতে একলা কোকিল
কুহূতানে হাহাকার
নতূন ভোরে আশার আলো
নিত্য যে তার অভিসার।

সেই আশার চিকন আলো
নতূন ভোরে দূয়ার খোল
নক্সীকাথায় আঁকো আবার
সাজু-রূপাই রূপকথার।


No comments:

Post a Comment

Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!