আমি আমি শূদ্র সাধক, জানি
দেবতার উপাসনা, আমায় শোভা পায় না
তাই বহূদূরে মন্দির-প্রাচীরের বাহিরে
দাঁড়ায়ে নীরবে, করজোড়ে করি প্রার্থণা
পরজনমে, বা, তার ও পরের কোন জনমে
যেন পাই অধিকার
গর্ভগৃহে তোমারে পূজিবার…
দেবতার উপাসনা, আমায় শোভা পায় না
তাই বহূদূরে মন্দির-প্রাচীরের বাহিরে
দাঁড়ায়ে নীরবে, করজোড়ে করি প্রার্থণা
পরজনমে, বা, তার ও পরের কোন জনমে
যেন পাই অধিকার
গর্ভগৃহে তোমারে পূজিবার…
No comments:
Post a Comment
Share your love! Share your train of thoughts! I feel great to read your responses!